মনোসংযোগের চরম মুহুর্তে বেজে উঠল ফোন। কল রিসিভ করার পরে বুঝলেন টেলিকম কোম্পানি নতুন অফারের জানান দিচ্ছে। এই ঘটনা কম বেশি সবার সাথেই হয়েছে। কিন্তু জানেন কী বিরক্তিকর এই কল এর হাত থেকে নিস্তার পাওয়ার উপায় আছে? যে কোন নতুন সিম কার্ড নেওয়ার পরেই ‘ডু নট ডিস্টার্ব' সার্ভিস অন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। তবে এই সার্ভিস অন করলে সব ধরনের স্প্যাম কল ও মেসেজের হাত থেকে রেহাই না মিললেও টেলিকম কোম্পানির নিয়মিত কল ও মেসেজের হাত থেকে মুক্তি মিলবে।
অন্য যে কোন নেটওয়ার্কের মতোই যে কোন Jio নম্বরে ‘ডু নট ডিস্টার্ব' সার্ভিস অন করে এই ধরনের কলের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। Jio নম্বরে ‘ডু নট ডিস্টার্ব' সার্ভিস অন করার উপায় দেখে নিন।
My Jio অ্যাপ থেকে
- নিজের ফোনে My Jio অ্যাপ ইনস্টল করুন।
- বাঁ দিকে উপরে ‘হ্যামবার্গার' আইকনে ক্লিক করুন।
- ‘সেটিংস' সিলেকয়ট করুন।
- এর পরে ‘সার্ভিস সেটিংস' সিলেক্ট করুন।
- ‘ডু নট ডিস্টার্ব' এ ট্যাপ করুন।
- এর পরে ফুল ডিএনডি অন করে দিন।
কল অথবা SMS করে
- ‘START 0' লিখে 1909 নম্বরে পাঠিয়ে দিন।
- 1909 লম্বরে কল করে ‘ডু নট ডিস্টার্ব' অন করতে পারবেন।