Redmi K20 Pro ফোনে পৌঁছে গেল Android 10

ফেসবুকে শেয়ার করুন টুইট শেয়ার রেডিট কমেন্ট
Redmi K20 Pro ফোনে পৌঁছে গেল Android 10

Android 10 এর সাথেই Redmi K20 Pro ফোনে পৌঁছেছে সেপ্টেম্বর মাসের সিকিউরিটি প্যাচ

হাইলাইট
  • Redmi K20 Pro fOne Andorid 10 স্টেবেল আপডেট পৌঁছাল
  • আপাতত চিনে এই আপডেট পৌঁছেছে
  • ভারতে কবে এই আপডেট পৌঁছাবে জানা যায়নি

বুধবার Android 10 আপডেট পাঠাতে শুরু করেছে Google। প্রথম দিনেই Redmi K20 Pro ফোনে Android 10 আপোডেট পৌঁছে গেল। আপাতত চিনে Redmi K20 Pro ফোনে এই আপডেট পৌঁছেছে। আপডেটের পরে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে MIUI 10 স্কিন চলবে। তবে বিটা ভার্সান নয়, একেবারে স্টেবেল ভার্সানে এই আপডেট পাঠাতে শুরু করেছে Xiaomi। আপাতত চিনে Redmi K20 Pro ফোনে Android 10 আপডেট পৌঁছালেও ভারতে কবে এই আপডেট পৌঁছাবে জানা যায়নি।

চিনে এক সোশ্যাল মিডিয়া পোস্টে Xiaomi প্রধান লেই জুন জানিয়েছেন Redmi K20 Pro ফোনে Android 10 আপডেট পৌঁছাতে শুরু করেছে। Xiaomi জানিয়েছে যে সব Redmi K20 Pro গ্রাহকরা বিটা প্রোগ্রামে অংশ নিয়েছিলেন শুরুতে সেই গ্রাহকের ফোনে এই স্টেবেল আপডেট পৌঁছাবে।

ইতিমধ্যেই ভারতে Redmi K20 সিরিজ স্মার্টফোনে Android 10 বিটা প্রোগ্রাম শুরু হলেও এখনও স্টেবেল আপডেট সম্পর্কে কোন তথ্য জানা যায়নি। যদিও Xiaomi জানিয়েছে  2019 সালের মধ্যে সব Redmi K20 সিরিজ ফোনে Android 10 আপডেট পৌঁছে যাবে।

জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Redmi K20 Pro। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 27,999 টাকা থেকে। 6GB RAM + 128GB স্টোরেজে পাওয়া যাবে এই ফোনের বেস ভেরিয়েন্ট। 8GB RAM + 256 GB স্টোরেজে Redmi K20 Pro কেনার খরচ 30,999 টাকা।

ডুয়াল সিম Redmi K20 Pro ফোনের ভিতরে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 চিপসেট, 8GB RAM আর 256GB  স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সার। সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সেন্সার। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।

Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

কমেন্ট

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

পড়ুন: English
 
 

বিজ্ঞাপন

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.