48MP ক্যামেরা, ‘হোল-পাঞ্চ’ ডিসপ্লে সহ লঞ্চ হল Nokia X71

ফেসবুকে শেয়ার করুন টুইট শেয়ার রেডিট কমেন্ট
48MP ক্যামেরা, ‘হোল-পাঞ্চ’ ডিসপ্লে সহ লঞ্চ হল Nokia X71

Nokia X71 ফোনে থাকছে Snapdragon 660 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি

হাইলাইট
  • Nokia X71 ফোনে থাকছে পাঞ্চ-হোল ডিসপ্লে
  • এই ডিসপ্লের উপরে ছিদ্রের নীচে থাকছে সেলফি ক্যামেরা
  • ফোনের পিছনে থাকছে 48 মেহাপিক্সেল ক্যামেরা

মঙ্গলবার লঞ্চ হয়েছে Nokia X71। Nokia X71 এ রয়েছে লেটেস্ট ‘হোল-পাঞ্চ' ডিসপ্লে। এই ডিসপ্লের মধ্যে একটি ছিদ্রের নীচে থাকছে সেলফি ক্যামেরা। মঙ্গলবার তাইওয়ানে এই ফোন লঞ্চ করেছে HMD Global। Nokia X71 এর সাথেই তাইওয়ানে লঞ্চ হয়েছে Nokia 9 PureView। ‘হোল-পাঞ্চ' সেলফি ক্যামেরার সাথেই Nokia X71 ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। এছাড়াও ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট আর 3,500 mAh ব্যাটারি। Nokia X71 ফোনে চলবে Android Pie অপারেটিং সিস্টেম।

Nokia X71 এর দাম

Nokia X71 এর দাম 11,900 তাইওয়ান ডলার (প্রায় 26,600 টাকা)। কালো রঙে 30 এপ্রিল থেকে তাইওয়ানে বিক্রি শুরু হবে এই ফোন। ভারতে কবে এই ফোন ল,অঞ্চ হবে জানায়নি HMD Global।

Nokia X71 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Nokia X71 ফোনে থাকছে একটি 6.39 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 660 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Nokia X71 ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে 5 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। Nokia X71 ফোনের ডিসপ্লের নীচে থাকছে 16 মেগাপিক্সেল f/2.0 সেলফি শুটার।

কানেক্টিভিটির জন্য Nokia X71 ফোনে থাকছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth v5.0, GPS/ A-GPS + GLONASS + Beidou, USB Type-C, USB OTG আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 3,500 mAh ব্যাটারি। থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট।

কমেন্ট

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

 
 

বিজ্ঞাপন

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.